০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৫, ২৫ মার্চ ২০২৫

সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রগতি লেখক সংঘের

সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রগতি লেখক সংঘের

স্বাধীনতার ৫৪ বছর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহীদ মিনারে মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৩টায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি, সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন। আলোচনা করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, এবং জেলা কমিটির সদস্য দুলাল সাহা।

আলোচকগণ তাদের বক্তব্যে বলেন, "নানান দিক থেকে সংস্কৃতির ওপর আগ্রাসন আসছে। সাম্প্রদায়িক সংস্কৃতি সামনে নিয়ে আসার জোর চেষ্টা চলছে। এই মধ্যযুগীয় সংস্কৃতি রুখে দিতে হবে। প্রগতিশীল ও গণতান্ত্রিক সংস্কৃতির জন্য সকল সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"

এছাড়াও, স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জের কবি, লেখক ও আবৃত্তি শিল্পীরা উপস্থিত ছিলেন। মঞ্চে আবৃত্তি করেন ভবানী শংকর রায়, পিন্টু সাহা, তিথি সুবর্ণা, মো. সেলিম, ঈশিতা দাস, রাজলক্ষ্মী, ও বর্ণমালা। স্বরচিত কবিতা পাঠ করেন জহিরুল ইসলাম মিন্টু, কবি রঘু অভিজিৎ রায়, সুনীল কৃষ্ণ মাঝি, পল্লবী প্রত্যাশা, শুক্কুর মাহমুদ জুয়েল, শহিদুল আলম নান্নু, অর্কিতা রায়, মো. বশির উদ্দিন, ফাবিয়া বুশরা সাবা প্রমুখ।

সংগীত পরিবেশন করেন প্রিয়ন্তি আমিন ও সুজয় রায় চৌধুরী বিকু।

সর্বশেষ

জনপ্রিয়