০২ এপ্রিল ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯:৪৪, ২২ মার্চ ২০২৫

রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ স্মরণে বর্ণ সাহিত্যপত্রের মোড়ক উন্মোচন

রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ স্মরণে বর্ণ সাহিত্যপত্রের মোড়ক উন্মোচন

শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মুখপত্র বর্ণ সাহিত্য পত্র এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২০ শে মার্চ বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই আয়োজনের সভাপতিত্ব করেন বর্ণ সাহিত্য পত্রের সম্পাদক আবু রায়হান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন।

বিল্লাল হোসেন রবিন বলেন, “বর্ণ সাহিত্য পত্র রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ স্মরণে প্রকাশিত হওয়ায় আমি আনন্দিত। সাহিত্য ও শিল্পের বিকাশে বর্ণ সাহিত্য পত্রটি বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করি।”

আবু রায়হান বর্ণ সাহিত্য পত্রের সকল লেখক ও পাঠককে শুভেচ্ছা জানিয়ে বলেন, “নতুন নতুন লেখক তৈরি করতে বর্ণ সাহিত্য পত্র বিশেষ ভূমিকা পালন করছে। শিশুদের মাঝে সাহিত্য চর্চা বিকাশিত করার জন্য বিনামূল্যে ছড়ার বই বিতরণ কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি অনলাইনে বর্ণ সাহিত্য পত্র আরো বেশি জনপ্রিয় হয়ে উঠবে।”

এবারের সংখ্যায় যাদের লেখা স্থান পেয়েছে তারা হলেন রুবাইয়াত আমিন, আনিচুল হক, জান্নাতুল জুথি, রফিউর রাব্বি, সাইফুজ্জামান চৌধুরী, ওয়াহিদ রেজা, হালিম আজাদ, রহিম ইবনে বাহাজ, সুখী ইসলাম, অজয়কুমার রায়, আবু রায়হান, বায়োজিদ চাষা, মাজরুর ইসলাম, এনামুল হক প্রিন্স, কামরুন নাহার, শফিক হাসান, জাহাঙ্গীর ডালিম, বঙ্গ রাখাল, আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে সম্মানিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া, সাপ্তাহিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক এনামুল হক প্রিন্স, দৈনিক ডান্ডি বার্তার বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম, এবং বিশিষ্ট সাংবাদিক মামুন হোসেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও, বর্ণ সাহিত্য পত্রের অনলাইন পোর্টাল এখন থেকে https://www.bornosahitya.com এ পাওয়া যাবে।

সর্বশেষ

জনপ্রিয়