১৪ মার্চ ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

উন্মোচিত হল কবি শফিক আরজুর নতুন কাব্যগ্রন্থ ‘এই দিগন্ত’

উন্মোচিত হল কবি শফিক আরজুর নতুন কাব্যগ্রন্থ ‘এই দিগন্ত’

নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে ২১ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে বইমেলা। এই উপলক্ষে সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় বইমেলার রৌদ্রছায়া স্টলে উন্মোচিত হয়েছে কবি মো. শফিকুল ইসলাম আরজুর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘এই দিগন্ত’।

বইটির পাঠ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সাংবাদিকরা। কবি শফিকুল ইসলাম আরজু, যিনি সাহিত্যিক জগতে শফিক আরজু নামেই পরিচিত, তার এই কাব্যগ্রন্থটি ‘রৌদ্রছায়া’ প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশের পর কবি ও সাংস্কৃতিক ব্যক্তিরা বইটির বিভিন্ন কবিতা সম্পর্কে তাদের অনুভূতি ও বিশ্লেষণ তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন কবি আল আশরাফ বিন্ধু, নাট্যব্যক্তিত্ব সাব্বির আহমেদ সেন্টু, কলামিস্ট আবু হাসান টিপু, কবি এনামুল হক প্রিন্স, কবি জয়নুল আবেদীন জয়, কবি ফজলুল হক বাবু, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি কবি আ. রহিম, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি, সাংবাদিক মো. জহিরুল ইসলাম বিদ্যুৎ সহ আরও অনেকে।

এদিনের এই আয়োজনের মাধ্যমে কবির কাব্যিক দৃষ্টি ও শব্দের মায়াজাল উপস্থাপন করা হয়, যা পাঠকদের মাঝে সাহিত্যের প্রতি নতুন আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। কবি শফিকুল ইসলাম আরজু তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রতিক্ষার প্রহর’ ২০১৬ সালে প্রকাশ করেছিলেন এবং এখন তিনি সাহিত্য সাময়িকী ‘কাব্যছন্দ’-এর সম্পাদক হিসেবে কাজ করছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘রৌদ্রছায়া প্রকাশ’ এর কর্ণধার আহমেদ রউফ এবং বাংলাদেশ রাইটার্স ক্লাব এর সভাপতি হাজী আনিসুল হক।

সর্বশেষ

জনপ্রিয়