০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৮:০০, ৫ ফেব্রুয়ারি ২০২৫

উন্মেষ সাংস্কৃতিক সংসদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক শুক্রবার

উন্মেষ সাংস্কৃতিক সংসদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক শুক্রবার

৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক ২০২৫ উপলক্ষে উন্মেষ সাংস্কৃতিক সংসদ এবার দুই পর্বে অনুষ্ঠান আয়োজন করছে। প্রথম পর্বে আগামী ৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা। দ্বিতীয় পর্বে ১৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুরস্কার বিতরণ, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উন্মেষ সাংস্কৃতিক সংসদ এবার সংগীত, আবৃত্তি, নৃত্য ও চিত্রাঙ্কন—এই চারটি বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করেছে।

সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা ক, খ, গ, ঘ চারটি বিভাগে এবং নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক, খ, গ তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের সময়সূচি: সকাল সাড়ে ৯ টায় সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৩ টায় নৃত্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সর্বোচ্চ দুটি বিষয়ে অংশ নিতে পারবেন। সর্বাধিক সংখ্যক পুরস্কার যে শিক্ষা প্রতিষ্ঠান বা সংগঠন অর্জন করবে, সেটিকে “শ্রেষ্ঠ সংগঠন” হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

উন্মেষ সাংস্কৃতিক সংসদ-এর প্রতিষ্ঠাতা সদস্য সুজয় রায় চৌধুরী বিকু জানান, “প্রতিযোগীদের বিশ্বাস ধরে রাখতে উন্মেষ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এবারও বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করবে বলে আমাদের আশা।”
 

সর্বশেষ

জনপ্রিয়