০৩ নভেম্বর ২০২৪

মাসুমুজ্জামান

প্রকাশিত: ১৩:১৫, ১৭ ডিসেম্বর ২০২৩

এভাবেই ভালো থাকো

এভাবেই ভালো থাকো

আজ হতে অন্তিম পর্যন্ত ভালো থাকো 
জোছনা রাতে ফোটা ফুলের মালা
রেখো সর্বক্ষণ গলায়, তীর্থ বিনোদিনীকে 
সঙ্গে রেখে চুষে নিও রাত্রির আঁধার
তীর ভাঙ্গা ঘরের সাথে যাব জলে ডুবে। 

বলেছিলাম;
চরিত্রহীন জলরাশির কুলে ঘর বেধোনা
ফেরি মতবাদের তত্ত্বে কান দিও না
পৃথক পর্বতের মত উচ্চতা গড়ো
সেসব হয়নি বলে গড়ায় পড়ে নয়ন ভিজে।

থাকবে ভালো;
শৈশবে বর্ণমালাকে উপেক্ষা
কৈশোরে বইয়ের পাতায় পাতায়
যৌবনের প্রথমার্ধে প্রেমের ভুল 
শেষার্ধে ঘৃণার ঘরে বাস, পৃথক পৃথিবী।

আবারো বলি;
চলে গেল বলেই সুচারু ওষ্ঠ হাসি আর নেই
ভয়ঙ্কর হানার চেয়ে বনে অনেক সুখ সৌন্দর্য
সব মালা গাঁথা হয় না এক আদলে
ছিড়ে  ফেললেও টুকরাগুলোকে পূর্ব নামেই ডাকে
দোহাই বিনষ্ট করো না সৌন্দর্য
তোমার জন্যই থাকবে চিরকাল। 

কেমন করে যাবে;
পূর্বাপর ভুলে আত্ম অভিমানে বর্তমানের মালা
এসেছে যেভাবে যেপথে বিকশিত সব অগ্রাহ্য
নিজের জগৎ ক্ষীণতর প্রতিদিন 
রক্তদাতা আর আহার নিদ্রা ত্যাগকারি চক্ষুশূল
কেমন করে বাইবে জীবন তরী
কোন ঘাটে ভিড়াবে, সবাই করবে অবহেলা
নিজেই করেছো উপার্জন 

সভ্যতা ডাকি;
মনে করো সবকিছু পাবো
দিয়ে যাই প্রতিক্ষণে যতটুকু পারি
সংগ দিয়ে  সমাজ, শিক্ষা দিয়ে জাতি
এভাবে জ্বলবে সবার কাছে সভ্যতার  বাতি। 
এভাবেই ভালো থাকো।

সর্বশেষ

জনপ্রিয়