রাইটার্স ক্লাবের উদ্যোগে কর্মশালা ও পাঠ আলোচনা
প্রেস নারায়ণগঞ্জ: সৃজনশীল লেখকদের নিয়ে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর উদ্যোগে কর্মশালা ও পাঠ আলোচনা, লেখা লেখির হাতেখড়ি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর যুগ্ম আহবায়ক কবি মো. শফিকুল ইসলাম আরজু`র সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কবি আমিনুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন কবি ও নির্মাতা আদিত্য রুপু, শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সালমা ডলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডা. রুমন রেজা, লেখক ও প্রাবন্ধিক তারাপদ আচার্য্য, কবি শাহেদ কায়েস, লেখক ও গল্পকার শাওন আসগর।
উদ্বোধনী পর্ব শেষে লেখা লেখির হাতেখড়ি কর্মশালা বিষয়ক আলোচনা করেন, বাংলা কবিতায় পয়ারের বিবর্তন নিয়ে কবি মুজিবুল হক কবির, লোকজ সাহিত্য নিয়ে ডা. তপন বাগচী, আধুনিক সাহিত্য নিয়ে কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ ও কবি করীম রেজা। মেটামর্ডানিজম নিয়ে একক বক্তব্য রাখেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা
শনিবার (৮ এপ্রিল) সকাল ১০টা হতে দিনব্যাপি বাংলাদেশ সরকারি গণগ্রন্থাগার, নারায়নগঞ্জে এ কর্মশালা ও পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়।
পাঠ আলোচনা করেন কবি দীপক ভৌমিক, কবি ইয়াদি মাহমুদ, কবি এস এ শামীম ও কবি আবুল কাশেম।
সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, প্রধান আলোচক বাংলাদেশ রাইটার্স ক্লাব এর সাধারন সম্পাদক কবি শাহ মোহাম্মদ সানাউল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, লেখক ও গল্পকার ফজলুল হক কাশেম, কবি ও অনুবাদক ইউসুফ রেজা, কথা সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান। এ পর্বে স্বাগত বক্তব্য রাখেন কবি রিশাদ হুদা, শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি আল মনির। সমাপনী পর্বটির সভাপতিত্ব করেন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কাজী আনিসুল হক হীরা।
এসময় সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন এ এস এম এনামুল হক প্রিন্স, জয়নুল আবেদিন জয়, সাজ্জাদ আহমেদ খোকন, আবুল কালাম আজাদ, চঞ্চল মেহমুদ কাশেম, রনজিৎ মোদক, মো. শাহীন খান, জহিরুল ইসলাম মিন্টু, নাদিয়া খানম, মো. বশির উদ্দিন, এম আর সেলিম, তারিক সজীব, মো. গোলাম কিবরিয়া রিপন, মাকসুদা ইয়াসমিন, রাজলক্ষী, অনন্ত চন্দ্র, মো. মজিবুল হক বাদল, আনাস আহমেদ, সিদ্ধার্থ শংকর, আল আশরাফ বিন্দু, মো. আবুল কাশেম, মোহাম্মদ আল মনির, মো. আল আমিন বৈরাগী, ইকবাল হোসেন রোমেছ, সবুজ রায়, স্মৃতি রানী দে, গাজী মিজানুর রহমান (মিজান মিল্কী), সাঈদ দেলোয়ার, হাফিজা আক্তার সাথী, লিজা কামরুন্নাহার, আল আজহার, শ্রাবণী আক্তার, নুরুন নাহার নিরু, তানজিলা তিন্নি, মেহেরীন জারা, হাসিবা নিঝুম, সুমন সরকার, সানজিদা জামান সুমি, সাইফউদ্দিন শাহীন (মজুমদার শাহীন) ওয়াহিদুল ইসলাম মিথুন, ইয়াদী মাহমুদ,জাহাঙ্গীর হোসেন, শ্যামল দাশ, এস এম শাহাবউদ্দীন, এস এ শামীম, মামুন বাবুল, মালেক মাহমুদ, সাঈদ তপু, রিয়া আহমেদ, নাজমুল হোসেন খাঁন, মাহমুদ হাসান, নূরজাহান নীরা, জাহিদুল হক রুপক, রমজান বিন মোজাম্মেল, এম এইচ শ্রাবণ, ভূইয়া কাজলসহ প্রমূখ।
কর্মশালা ও পাঠ আলোচনা এবং লেখালেখির হাতেখড়িতে আগত সাতিত্যিকদের মাঝে সনদপত্র ও ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রেস নারায়ণগঞ্জ.কম